'সেলফি
আর যোগ ব্যায়াম দিয়ে মাতিয়ে রাখাটা ভাল সরকারের কাজ নয়। বরং নাগরিকদের
নিরাপদে রাখাটাই তাদের দায়িত্ব।' এভাবেই টুইটারে নিজের ক্ষোভ ঝাড়লেন বলিউড
অভিনেত্রী নেহা ধুপিয়া। টানা বৃষ্টিতে মুম্বাই শহরের জীবনযাত্রা বিপর্যস্ত
হয়ে পড়ায় সরাসরি তোপ দাগলেন সরকারের বিরুদ্ধে।
টানা
বৃষ্টির পর সারা মুম্বাই এখন হাঁটু পানির নিচে। শ্লথ গতিতে এগোচ্ছে গাড়ি।
কোথাও কোথাও গাড়ি যাওয়ার অবস্থাও নেই। এমন একটা সময়ে নাগরিকদের পাশে
থাকার কথা সরকারের। অথচ সে ব্যাপারে যেন তাদের কোনও উদ্যোগই নেই। অথচ কিছু
দিন আগেই ‘যোগ দিবস’ নিয়ে হৈচৈ ফেলেছিলেন নরেন্দ্র মোদী।
দিল্লির
রাজপথে যোগ ব্যায়ামের আয়োজন করে তাতে নিজেই নেতৃত্ব দেন তিনি। বিভিন্ন
অনুষ্ঠানে সেলফি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করাও মোদীর নিত্য দিনের কাজ। আর
এতেই চটেছেন নেহা ধুপিয়া।
তার দাবি, সাধারণ মানুষের অসুবিধার দিকে নজর দিচ্ছে না সরকার। বরং সেলফি তোলা বা যোগ দিবস পালনের মতো বিষয়ে তাদের আগ্রহ।