মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সন্ত্রাসবিরোধী কার্যক্রমের সমালোচনা করে গণমাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন মার্কিন এক উপস্থাপিকা। টমি লরেন নামের এই উপস্থাপিকা আমেরিকা নিউজ নেটওয়ার্ক নামের একটি টেলিভিশনে কাজ করেন। টমি লরেন সংবাদে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জলবায়ু পরিবর্তন, বর্ণবাদ এবং মজুরি বৈষম্যের মতো কয়েকটি ইস্যুতে কঠোর সমালোচনা করেন। টমি লরেন তার বক্তব্যে সন্ত্রাসবাদের উদাহরণ হিসেবে বৃহস্পতিবার সন্ত্রাসীর গুলিতে চার মার্কিন নৌ-কর্মকর্তার নিহতের ঘটনাকে গুরত্বের সঙ্গে তুলে ধরেন। নিজেই একটি মার্কিন নৌ-পরিবারের সদস্য উল্লেখ করে লরেন বলেন, আজকের মধ্যপন্থি মুসলমানরাই সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। ওবামার নেয়া পদক্ষেপগুলোকে ব্যর্থ কৌশল আখ্যায়িত করে লরেন বলেন, ওবামার নেয়া সন্ত্রাসবিরোধী কৌশল ব্যর্থ হয়েছে। তিনি সন্ত্রাস নির্মূলে নয় বরং সন্ত্রাসীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সর্বদা ব্যস্ত। অনুষ্ঠানের শেষের দিকে লরেন অত্যন্ত ক্ষোভের সঙ্গে তার হাতের কাগজটি টেবিলের ওপর রাখেন এবং মাইক্রফোনটি খুলে ফেলেন।