পাক-ভারত সীমান্তে গোলাগুলি-উত্তেজনা, নিহত ৪

S M Ashraful Azom
পাকিস্তান সামরিক বাহিনী দাবি করেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে পাকিস্তানের চার নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। ওই বিবৃতিতে আরো বলা হয়, সিয়ালকোটের চরপাড়া সেক্টরে তিনজন এবং রাওয়ালকোটের নেজরা পির সেক্টরে একজন নিহত হয়েছেন। কোনো উস্কানি ছাড়াই বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে (লাইন অব কন্ট্রোল) গুলি চালালে তারা মারা যান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সিয়ালকোটে নিহত তিনজন হলেন- গোলাম মোস্তফা, রাহাত ও মুহাম্মাদ বুস্তা এবং রাওয়ালকোটে নিহতের নাম জরিনা বিবি (১৮) বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। পাকিস্তানী রেঞ্জার্সের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার সকালে বিএসএফ সীমান্তে গুলি চালায়। এর প্রতিবাদে রেঞ্জার্সের সদস্যরাও গুলি চালায়। অন্যদিকে, বিএসএফ দাবি করেছে, পাকিস্তানী সেনারাই প্রথমে ভারতীয় তল্লাশি চৌকি লক্ষ্য করে গুলি চালায়। এতে এক নারী নিহত এবং দুই বেসামরিক নাগরিক ও এক বিএসএফ সদস্য আহত হয়। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top