দাম্পত্য জীবন শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। চলতি বছর ডিসেম্বরে বিয়ে করছেন তিনি। পাত্রীর নাম অনিকা তাসলিমা অর্চি। বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান করছেন আশরাফুল। বৃহস্পতিবার রাতে ফেসবুক চ্যাটিংয়ে সঙ্গে নিজের বিয়ে সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়নের রেকর্ডধারী আশরাফুল। তিনি বলেছেন, ‘বিয়ের সব প্রস্তুতিই গুছিয়ে রাখা হয়েছে। পাত্রীও ঠিকঠাক। চলতি বছর ডিসেম্বরে বিয়ে করছি আমি।