প্রিন্ট নারীর হৃৎপিণ্ডে গরুর বাল্ব প্রতিস্থাপন

S M Ashraful Azom
হৃৎপিণ্ডের টিস্যু থেকে তৈরি করা বাল্ব এক নারীর দেহে প্রতিস্থাপন করেছেন ভারতীয় চিকিৎসকরা। চেন্নাইয়ের ফ্রন্টিয়ার লাইফলাইন হাসপাতালে গত শনিবার বাল্বটি প্রতিস্থাপন করা হয়। টাইমস অব ইন্ডিয়ার বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, হায়দারাবাদ থেকে আসা ৮১ বছর বয়সী এক রোগীর এওরটিক বাল্ব চিকন হয়ে গিয়েছিল। এ অবস্থায় তার হৃৎপিণ্ডে (হার্ট) বাল্ব প্রতিস্থাপন জরুরি হয়ে পড়ে। চিকিৎসকরা তখন তার হৃৎপিণ্ডে গরুর হৃৎপিণ্ড থেকে তৈরি করা ওই বাল্ব প্রতিস্থাপন করেন। ডা. অনাথরমন জানান, ১১ বছর আগে ওই নারীর হৃৎপিণ্ডে একটি বাল্ব প্রতিস্থাপন করা হয়। চলতি বছর তার হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিলে তিনি বিভিন্ন হাসপাতালে যান। কিন্তু কেউ তাকে ইতিবাচক সাড়া না দিলে তিনি আমাদের হাসপাতালের শরণাপন্ন হন। তিনি বলেন, প্রচলিত ওপেন হার্ট সার্জারিতে ব্যাধিগ্রস্ত বাল্বটি সরিয়ে ফেলে সেখানে নতুন একটি বাল্ব স্থাপন করা হয়। কিন্তু আমরা তার ব্যাধিগ্রস্ত বাল্বটির ভেতরেই নতুন বাল্বটি স্থাপন করেছি। ওই নারীর হৃৎপিণ্ডে এর আগেও একটি বাল্ব প্রতিস্থাপন এবং কয়েক বছর ধরে স্তন ক্যান্সারে চিকিৎসা নেওয়ার কারণে এ পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন লাইফলাইন হাসপাতালের এই কার্ডিওলজিস্ট। হাসপাতালটির অপর চিকিৎসক কে এম চেরিয়ান বলেন, প্রচলিত ওপেন হার্ট সার্জারির পরিবর্তে এ পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে। এটা দীর্ঘস্থায়ী পদ্ধতি বলেও উল্লেখ করেন তিনি। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top