‘ম্যাথারন’
পেনাল্টি শুট আউটে ইতালিয়ান ক্লাব এসি মিলানকে হারিয়ে ইন্টারন্যাশনাল
চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে অষ্ট্রেলিয়ায়
ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টটার সিটিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে আরো একটি প্রীতি
টুর্নামেন্ট শিরোপা জিতে কোচ রাফায়েল বেনিতেজের শিষ্যরা।
বৃহস্পিবার
চীনের সাংহাইতে অনুষ্ঠিত ম্যাচটি গোল শুণ্য ড্র হওয়ার পর টাই-ব্রেকারে
মিলানকে ১০-৯ গোলে পরাজিত করে রিয়াল। ইতালিয়ান ক্লাবটির হয়ে পেনাল্টি শুট
আউটে গোল করতে ব্যর্থ হন কার্লোস বাক্কা এবং তরুণ গোল রক্ষক আন্তোনিও
দোনারুমা। মৌসুম শুরু হওয়ার আগে তিন আগস্ট শেষ প্রীতি ম্যাচে টটেনহ্যাম
হটস্পারের সঙ্গে মুখোমুখি হবে রিয়াল।