জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব পর্যায়ে ইলেকট্রনিক পদ্ধতিতে নথি নিষ্পত্তির কার্যক্রম বা ই-ফাইলিং চালু হয়েছে। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রবিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পাঠানো একটি ফাইল অনুমোদনের মাধ্যমে ই-ফাইলিং কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে ই-ফাইলিং চালু হয়।
এরইমধ্যে ই-ফাইলিং সফটওয়্যার ব্যবহারের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের প্রায় ২ হাজার ১০০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।