এবারের ঈদে রেকর্ডসংখ্যক নাটক প্রচার হবে মেহজাবীনের। তবে প্রচারিত সবগুলো নাটকই ঈদের জন্য তৈরি নয়। কোনোটা অনেক আগে শুটিং করা হলেও ঈদে প্রচার হচ্ছে। তাই মেহজাবীনও নিজে জানেন না, ঠিক কয়টা তার নাটক প্রচার হবে।
মেহজাবীন তার ঈদের কাজ প্রসঙ্গে বলেন, ‘আমার কাছে ভালো কাজটাই মুখ্য, গুণে গুণে তো কেউই নাটক করেন না। তাই আমিও জানি না ঈদে ঠিক কয়টা নাটক প্রচার হবে। আর সংখ্যাতত্ত্বে আমি চ্যাম্পিয়ন হতেও চাই না।’ উল্লেখ্য, ঈদের নাটকের পাশাপাশি নতুন দুটি টিভিসিও রিলিজ হবে মেহজাবীনের।