মুক্তিযোদ্ধার আত্মহত্যা: সচিবকে চিঠি দেবে পুলিশ

S M Ashraful Azom
রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডের আবাসিক হোটেলে মুক্তিযোদ্ধা আইয়ুব খান আত্মহত্যার ঘটনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেবে পুলিশ। এর আগে আবাসিক হোটেল থেকে উদ্ধার করা মুক্তিযোদ্ধার লেখা ৪ পৃষ্ঠার চিঠিটি নিজ হাতে লিখা কি না, তা নিশ্চিত হবে পুলিশকে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, উদ্ধার করা চিঠিটি আইয়ুব খানের লেখা কি না, তা তদন্ত করা হচ্ছে। এ জন্য তার বাড়ি থেকে বেশ কিছু কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। ওই কাগজপত্রের লেখার সঙ্গে উদ্ধার করা চিঠির লেখা মেলানো হবে। ওই চিঠির লেখা মুক্তিযোদ্ধার হলেই জিজ্ঞাসাবাদের জন্য সচিবকে চিঠি দেয়া হবে।
মুক্তিযোদ্ধা আইয়ুব খান আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন ফারাজী বলেন, ‘মামলার তদন্তের জন্য এ পর্যন্ত হোটেল কর্ণফুলীর ব্যবস্থাপক, ওয়েটার ও কর্মচারীসহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া আইয়ুব খানের কয়েকজন সহকর্মীর সঙ্গে কথা বলা হয়েছে।’
উল্লেখ্য, গত ৭ জুলাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মুক্তিযোদ্ধা আইয়ুব খান ঢাকার  তোপখানা রোডের হোটেল কর্ণফুলীতে বিষপান করে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি এক চিঠিতে লিখেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট ঘোষণা দেয়ার জন্য মন্ত্রনালয়ের সচিব এম এ হান্নানের সঙ্গে দেকা করেন। সেখান থেকে তাকে গলাধাক্কা দিয়ে বের করে দেয়া হয়। এই অপমান একজন মুক্তিযোদ্ধার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাই তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top