লিভারপুলের নতুন অধিনায়ক হেন্ডারসন

S M Ashraful Azom
দীর্ঘ দিনের অধিনায়ক স্টিভেন জেরার্ড বিদায় নেয়ার পর ইংলিশ ক্লাব লিভারপুল নতুন অধিনায়ক হিসেবে তারকা মিড-ফিল্ডার জর্ডান হেন্ডারসনের নাম ঘোষণা করেছে। গত মৌসুমেই ক্লাবটিতে সুদীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি টানেন জেরার্ড। অ্যানফিল্ড ছেড়ে নাম লেখান মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে।
হেন্ডারসন ২০১১ সালে লিভারপুলে নাম লেখানোর পর থেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন। গত সেপ্টেম্বরে জেরার্ডের ডেপুটি হিসেবেও ঘোষণা করা হয় তার নাম। ফলে জেরার্ড চলে যাওয়ার পর লিভারপুলের নেতৃত্ব তার হাতে ওঠাটা অনেকটা অনুমেয়ই ছিল। যদিও ৩৫ বছর বয়সী জেরার্ড যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকেই লিভারপুলের অধিনায়কের পদটি এতদিন শূন্য ছিল।
নতুন মৌসুমে হেন্ডারসনের নেতৃত্বেই খেলবে অল-রেডসরা । ক্লাবটির অধিনায়কের দায়িত্ব পাওয়ায় দারুণ খুশি হেন্ডারন। প্রতিক্রিয়ায় ইংল্যান্ডের সান্ডারল্যান্ডে জন্ম দেয়া এই মিডফিল্ডার বলেন, ‘আমি খুবই খুশি এবং গর্বিত। ক্লাবটির অধিনায়কের দায়িত্ব পাওয়া অনেক সম্মানের এবং বিশেষ অধিকারের।’
অধিনায়ক হিসেবে গত মৌসুমেই প্রস্তুতি নিয়েছেন বলে জানান হেন্ডারসন। এ ব্যাপারে তিনি বলেন, 'গত মৌসুমে স্টিভেন জেরার্ড যখন ছিল না, তখন অধিনায়কের বাহুবন্ধনী নিয়ে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। এখন আমি এই বাহুবন্ধনী নিয়মিত বহন করার জন্য মুখিয়ে আছি। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে গড়ে ওঠার ধারা আমি অব্যাহত রাখবো।' ২৫ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার আরো বলেন, ‘সবসময়ই আমি আমার সেরাটা দেয়ার জন্য মুখিয়ে থাকি। প্রথমে দলকে দৃঢ়ভাবে দাঁড় করাতে চাই এবং দল যা চায় তা দিতে চেষ্টা করবো।’—সকারওয়ে 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top