রাজশাহী-ঢাকা অভ্যন্তরীণ রুটে বেসরকারি বিমান সংস্থা ‘ইউএস-বাংলা’র ফ্লাইট চালু হচ্ছে। আগামীকাল শনিবার থেকে প্রতিষ্ঠানটির বিমান আনুষ্ঠানিকভাবে এ ফ্লাইটের যাত্রা শুরু করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর দ্বিতীয় কোন প্রতিষ্ঠান এ সেবা দিতে যাচ্ছে।
এতে করে ফ্লাইটের সংখ্যা রাজশাহীতে আরো তিনদিন বাড়লো। বর্তমানে বাংলাদেশ বিমান সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং সদস্য শেখ সাদী শিশির জানান, শনিবার বিকেল চারটা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে বেসরকারি বিমান সংস্থার ফ্লাইটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। সপ্তাহে তিনদিন ওই রুটে ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর চলতি বছরের ৭ এপ্রিল এ অভ্যন্তরীণ রুটে আবারো চালু হয় রাষ্ট্রীয় পতাকাবাহী ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র ফ্লাইট। প্রতিষ্ঠানটি বর্তমানে সপ্তাহের শুক্র, রবি ও মঙ্গলবার এ রুটে ফ্লাইট পরিচালনা করছে ।