মুজাহিদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ শিগগিরই - অ্যাটর্নি জেনারেল

S M Ashraful Azom
আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায় প্রকাশ পেতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অচিরেই মুজাহিদের রায় পাব।

কারণ ঐক্যমতের ভিত্তিতে আপিল বিভাগের বিচারকগণ মুজাহিদের আপিলের রায় ঘোষণা করেছেন। যেহেতু ঐক্যমতের ভিত্তিতে এ রায় হয়েছে সেহেতু একজন বিচারক রায় লিখবেন। অন্য বিচারকদের ভিন্নমত পোষণ করে রায় লেখার সুযোগ নেই। সেই হিসেবে আমার অনুমান সপ্তাহখানেক না হলেও ২/৩ সপ্তাহের মধ্যে এই রায় পাওয়া যেতে পারে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top