সাভারের থানা বাসস্ট্যান্ডের কাছে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক রাসেল (৪২) রংপুরের জালাল মণ্ডলের ছেলে। এছাড়াও এই ঘটনায় আহত তার সহকারীর নাম জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুতগতির ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক রাসেল নিহত হন। সহকারীকে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।