‘এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড’ পেল শিক্ষক ডটকম

S M Ashraful Azom
শিক্ষাখাতে অবদান রাখার জন্য মোবাইল খাতের উদ্ভাবন নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড 'এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড' পেয়েছে শিক্ষক ডটকম। টেলিকম ও মোবাইল কনটেন্ট, অ্যাপ্লিকেশন, মডেল উদ্ভাবনকে স্বীকৃতি দিতে এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড দেয়া হয়। ২০১০ সাল থেকে চালু হওয়া এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ডের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রতিশ্রুতিশীল মোবাইল উদ্যোগগুলোকে স্বীকৃতি জানানো হয়। বৃহস্পতিবার ভারতের নয়া দিল্লিতে আনুষ্ঠানিকভাবে দেয়া হয় এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড।

এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ তাদের ওয়েব সাইটে জানিয়েছে, শিক্ষাখাতে অবদান রাখার জন্য শিক্ষক ডটকম ছাড়াও বাংলাদেশের পাঁচ প্রতিষ্ঠান ‘এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড’ পেয়েছে। এর মধ্যে বাণিজ্যে ‘বিকাশ’, নারীদের সেবায় ‘মায়া আপা’, কৃষিখাতে ‘এমপাওয়ার’ এবং বিনোদনে ‘বইপোকা’ নামক বাংলাদেশের সংস্থা ওই পদক পেয়েছে।

ওয়েব সাইট ঘুরে জানা গেছে, বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ড. রাগিব হাসানসহ আরো কয়েকজন শুভানুধ্যায়ী বছর তিনেক আগে চালু করেন অনলাইন স্কুল শিক্ষক ডটকম। উচ্চতর গবেষণা ও জ্ঞান-বিজ্ঞান চর্চার এই বিদ্যানিকেতনটির সমস্ত লেকচার পাওয়া যায় বিনামূল্যে ও বাংলায়। এর শিক্ষকেরা সকলেই নিজ নিজ বিষয়ে পাঠদানে দক্ষ। আর তারা শিক্ষক ডটকম’এ কাজ করছেন পুরোপুরি স্বেচ্ছাশ্রমে।

প্রসঙ্গত, ২০১৫ সালের এই অ্যাওয়ার্ড মনোনয়নে মোট আবেদন পড়েছিল ৩২০টি। এর মধ্যে ২৬০টি প্রাথমিক বাছাইয়ে টেকে। এরপর অনলাইন জুরির বাছাইয়ে ১৬০টি প্রকল্প পাঠানো হয় গ্রান্ড জুরির কাছে। গ্রান্ড জুরি এই ১১টি ক্যাটাগরিতে ৫৩টি প্রকল্পকে ফাইনালের জন্য মনোনয়ন দেন। এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ডে সরকারি প্রতিষ্ঠান, একক ব্যক্তি, ছাত্রছাত্রী, উদ্যোক্তা, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওগুলো অংশগ্রহণ করে থাকে। এর আগে ২০১৪ সালে এম-বিজনেস অ্যান্ড কমার্স অথবা ব্যাংকিং ক্যাটাগরিতে বাংলাদেশের মোবাইল ক্রেডিট কার্ড স্বস্তি এবং মোবাইল ভিত্তিক কৃষি ক্যাটাগরিতে এম পাওয়ার স্যোশাল এন্টারপ্রাইজ এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড পেয়েছিল।

এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড-এর আরও বিস্তারিত জানা যাবে http://yourstory.com/2015/07/mbillionth-awards-mobile-apps-south-asia ঠিকানায়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top