মুম্বাই সিরিজ হামলার আসামি ইয়াকুবের ফাঁসি ৩০ জুলাই

S M Ashraful Azom
ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালে সিরিজ হামলার আসামি ইয়াকুব মেমনের ফাঁসি আগামী ৩০ জুলাই কার্যকর করা হবে বলে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে। ওইদিন সকাল ৭টায় নাগপুর কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হবে।
তবে ২১ জুলাই দেশটির সুপ্রীম কোর্টে তার কিওরেটিভ প্রিটিশন(ভারতের আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি তার সর্বোচ্চ সাজার ক্ষেত্রে কোনো ছাড় পাবে কিনা- সে বিষয়ে শেষ বিবেচনা) খারিজ হয়ে গেলেই মুম্বাই সিরিজ হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত ইয়াকুবের ফাঁসি কার্যকর করা হবে বলে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে।
এর আগে, তার মৃত্যুদণ্ড রায়ের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্ট, সুপ্রীম কোর্ট ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর কাছে করা আপিল খারিজ হয়ে যায়।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ১৩টি বোমা হামলা চালানো হয়। এতে ২৫৭ জন নিহত এবং ৭১৩ জন আহত হয়। ইয়াকুবের ফাঁসি কার্যকর করা হলে তা হবে মুম্বাই হামলা বিষয়ে প্রথম ফাঁসি। ২০০৭ সালে ভারতীয় আদালত ইয়াকুবকে মৃত্যুদণ্ড দেয়।
পুলিশের মতে, আলোচিত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের নির্দেশে ওই বোমা হামলা চালিয়েছে ইয়াকুব।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top