ছাত্রলীগের ফরম বিতরণ-জমা দেওয়ার সময় বাড়ল

S M Ashraful Azom
ছাত্রলীগের ২৮ জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।
বুধবার ছাত্রলীগের দফতর সম্পাদক ও জাতীয় সম্মেলনের নির্বাচন কমিশনার শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ নির্বাহী সংসদের ২৮তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময় দুই দিন বাড়ানো হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের কারণে শুধু আগামী ২১ ও ২২ জুলাই দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আগামী ২৩ জুলাই সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে বলেও উল্লেখ করা হয়।
গত রবিবার দুপুর ১১টা থেকে মনোনয়ন ফরম বিতরণ ও সংগ্রহ শুরু হয়, যা আজ ১৫ জুলাই বিকেল ৪টায় শেষ হওয়ার কথা ছিল। পদপ্রত্যাশীরা জনতা ব্যাংকের রমনা শাখায় ছাত্রলীগের সঞ্চয়ী হিসাব নম্বরে তিন হাজার টাকা পে-অর্ডারের মাধ্যমে অথবা কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনারের কাছে সরাসরি টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করতে পারবেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top