বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে শালকু মিয়া (৪৭) নামে এক ব্যক্তি গাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শালকু মিয়া বগার চর ইউনিয়নের খাসির গাঁও গ্রামের নায়েবুল্লাহর পুত্র।
জানা গেছে, বুধবার সকালে স'ানীয় গ্রামবাসী একটি কাঁঠাল গাছের ডালের সাথে শালকু মিয়াকে ঝুলন্ত অবস'ায় দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রির্পোট নেয়। শালকু মিয়া দুই সন্তানের জনক ছিলেন। সে মানসিক প্রতিবন্ধি ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।