ঢালিউডে
এখন অংকের শেষ নেই! কোনো কোনো ছবি বাজেটে এগিয়ে থাকার চেষ্টা করে, কেউ
নিজেদের ফেসবুকে দুই দিনের কালেকশনে এগিয়ে থাকতে চায়, কেউ এক সপ্তাহের গড়
হিসাবে শীর্ষে। এইসব হিসাব জটলার ভেতরে খুব নিবিড়ভাবে লক্ষ করলে দেখা যাবে,
অভিনেত্রী মীম তার শীর্ষ অবস্থানে বসতে চলেছেন। মূলত টোটাল ঢালিউড ছবি
হিসেবে ‘পদ্ম পাতার জল’ ফুল মার্ক পেয়ে বসে আছে। যে ছবিতে রয়েছে দেশীয়
মৌলিক কাহিনি, এমনকি এ ছবিতে বিদেশি অভিনেতার সাথেই এক্সট্রা মার্কের
ব্যাপার নেই। তাই নির্ভাবনায় স্ট্রাগলিং হিরো ইমনকে নিয়েই দর্শক মাতাচ্ছেন
এই নায়িকা। এর পাশাপাশি নির্দিষ্ট কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোরটোপও নেই,
নেই বিশাল ক্যানভাসের বাড়তি পাবলিসিটি। যেখানে তাকে নিয়ে আলাদা মাতামাতি
হবে। সেদিক দিয়েও মীম অনেকটা আত্মনির্ভরশীল।
তাই
একেবারে অল্প অল্প করে সিঁড়ি বেয়েই নিজের সাফল্যের অংক গুনছেন মীম। ‘পদ্ম
পাতার জল’-এর সাফল্যের খাতা কলমের আঁকিবুঁকি প্রসঙ্গে মীম বলেন, ‘আমার
ছবিটি পরিপূর্ণ ঢালিউড ছবি। তাই এর সাফল্যের অংশীদার পুরো বাংলাদেশি সিনেমা
ইন্ডাস্ট্রি। তবে আমার নিজেরও যৌথ ছবির ব্যাপারে কোনো অ্যালার্জি নেই।
কিন্তু সেখানেও আমি আমার চরিত্র নিয়ে যথেষ্ট সিরিয়াস থাকব। আর এ যাবত্
প্রায় প্রতিটি ছবিতেই অভিনয়ের পর অন্তত এটা শুনেছি যে, ছবিটি মীমের। আমি
এমন কোনো ছবি করব না, যে ছবিতে আমার চরিত্রে কোনো গুরুত্ব থাকবে না।’
এদিকে
হিসেবী অভিনেত্রী মীম ‘পদ্ম পাতার জল’ ছবির ক্যাম্পেইন শেষ করেই ছুটবেন
কলকাতায় যৌথ প্রযোজনার ছবির কাজে। তাই নিজের শিডিউলটাও খুব দ্রুত গুছিয়ে
নিচ্ছেন। এছাড়া অভিনয় মেধার ক্ষেত্রেও কাব্যিক ছন্দের ক্লাসিক ছবি ‘পদ্ম
পাতার জল’ বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। এদিকে নিপুণ, অপু বিশ্বাসের
জেনারেশনের পর মীম-ই রয়েছেন ঢালিউড রাজত্বের প্রতিনিধি হিসেবে।
তাই
হুট করে বড় প্রযোজনা প্রতিষ্ঠানের বাহাদুরির কল্যাণে নয়, এমনকি নানা
কন্ট্রোভার্সি প্রচারের ডামাডোলেও নয় , স্রেফ নিজ অভিনয় গুণেই টোটাল ফিল্ম
পলিটিক্সের বন্ধুর পথ মাড়িয়ে নিজেকে উঁচু আসনে পোক্ত করছেন মীম।