আফগানিস্তানের পূর্বাঞ্চলে এ সপ্তাহের শুরুর দিকে ইসলামিক স্টেট (আইএস) এর এক জন কমান্ডার ড্রোন হামলায় নিহত হয়েছেন। কর্তৃপক্ষের দাবি, শহীদুল্লাহ শহীদ পাকিস্তানি তালেবানের সাবেক সদস্য ছিলেন। যিনি দল ত্যাগ করে আইএস'এ যোগ দিয়েছিলেন।
তবে নিরপেক্ষ সূত্রে তার মৃত্যু নিশ্চিত হওয়া যায়নি। কাবুল থেকে বিবিসির সংবাদদাতা বলছেন, শহীদ পাকিস্তানি তালেবানের সাবেক মুখপাত্র।
কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার যে ড্রোন হামলায় আরেকজন আইএস কমান্ডার এবং জঙ্গি নিহত হয়েছে সেই একই হামলায় নিহত হন শহীদও। শহীদের সঙ্গে অন্তত আরো দুজন ঊর্ধ্বতন আইএস সদস্যও নিহত হয়েছে বলে জানিয়েছেন বিবিসি সংবাদদাতা।