পল্টন থানায় দায়ের কারা নাশকতার তিন
মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন
বিষয়ে আগামী ৮ জুলাই আদেশ দিবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিএসএমএমইউ
হাসপাতালে একজন মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলোজিস্ট ও কার্ডিও ভাস্কুলার
বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে এই প্রতিবেদন
দিতে বলা হয়েছে।
এই
বিষয়ে রবিবার আদেশ দেয়ার জন্য দিন ধার্য থাকলেও আদালত তার স্বাস্থ্য বিষয়ক
প্রতিবেদন দাখিল করার জন্য কারা কর্তৃপক্ষকে নিদের্শ দিয়েছে। অ্যাটর্নি
জেনারেলের মাধ্যমে এই প্রতিবেদন দাখিল করতে হবে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ এই আদেশ দেন।
ফখরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাশকতার
তিন মামালায় গত ২১ জুন তাকে জামিন দেয় হাইকোর্ট। এই আদশ স্থগিত চেয়ে আপিল
বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের ওপরেই আজ আদেশ দেয়ার জন্য দিন
ধার্য ছিল।