অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে একটি ছোট নৌকা ডুবে গেছে। ধারণা করা হচ্ছে, অবৈধ অনুপ্রবেশকারী ওই নৌকাটি অভিবাসী নিয়ে যাত্রা করছিল।
ধারণা সত্য হলে এটিই হবে ২০১৪ সালের জুনের পর অস্ট্রেলিয়ায় অবৈধ অভিবাসীবাহী কোনো নৌকার প্রথম অনুপ্রবেশ।
এক প্রতিবেদনে সোমবার এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ডামপিয়ার উপকূল থেকে দেড়শ কিলোমিটার দূরে তেলগ্যাস উৎপাদনকারী কোম্পানি মোডেকের কর্মীরা নৌকাটি ডুবে যাওয়ার খবর দিয়েছে। তারা বলেছে, তাদের ভাসমান তেলট্যাংকার থেকে মাত্র আধা কিলোমিটার দূরে নৌকাটি ডুবেছে।
মোডেকের এক মুখপাত্র বলেছেন, নৌকাটিতে ‘অনেক মানুষ’ তিনি দেখেছেন।
অস্ট্রেলিয়ান ম্যারিটাইম অথরিটি কিংবা দেশটির অভিবাসন মন্ত্রী পিটার ডাটন—এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি।
গত বছর জুনে অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ভারত সাগরে ১৫০ অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা আটক করা হয়েছিল।