সিনাই উপত্যকায় ৫৯ জিহাদি নিহত

Seba Hot News


সেবা অনলাইন ডেস্ক: মিসরের সিনাই উপত্যকায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৫৯ সশস্ত্র বিদ্রোহী (জিহাদি) নিহত হয়েছেনমিসরীয় সেনাবাহিনী রবিবার তথ্য দিয়েছে। শনিবারের অভিযানে নিজেদের সাত সৈনিক নিহত হয়েছেন বলেও জানিয়েছে একটি সেনাসূত্রএক প্রতিবেদনে খবর দিয়েছে আলজাজিরাখবরে বলা হয়, বিদ্রোহীতের ঘাঁটিতে শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে মিসরপ্রথমে একটি সেনাচৌকিতে বিদ্রোহীরা গোলা হামলা করে। পরিপ্রেক্ষিতে পাল্টা অভিযান চালায় সেনাবাহিনীসেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামির বলেছেন, এই অভিযানে বিমান হামলাও করা হয়েছে। বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছেদক্ষিণ সিনাইয়ের রাফা, এল আরিশ শেখ জুয়েদ এলাকায় এসব অভিযান চালানো হয়প্রসঙ্গত, গত বছর সিনাইয়ের স্থানীয় সশস্ত্র যোদ্ধারা ইসলামিক স্টেটের (আইএস) আনুগত্য স্বীকার করে
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top