ঐতিহ্যবাহী শাড়ি জামদানির প্রতি নারীদের আকর্ষণ বহুকালের। বিভিন্ন উত্সবে সব বয়সের নারীদের পছন্দের তালিকায় এই শাড়ি স্থান করে নেয়।
দেশের
বিভিন্ন শপিং মলগুলোতে জামদানি শাড়ি পাওয়া গেলেও সবচেয়ে বড় জামদানির হাট
বসে ঢাকার কাছে শীতলক্ষ্যা নদীর তীরে ডেমরায়। শত বছরের পুরনো এই হাট প্রতি
বৃহস্পতিবার মুখর হয়ে ওঠে দূর-দূরান্তের ক্রেতা, পাইকার আর তাঁতিদের
আনাগোনায়।
প্রতি
বৃহস্পতিবার এই হাট বসলেও বিভিন্ন উত্সবে এটি বেশ জমজমাট হয়। পাইকারির
পাশাপাশি এখানে খুচরাও বিক্রি করা হয়। সব সময় ভিড় লেগে থাকলেও ঈদ সামনে
রেখে এখন বিক্রেতা ও ক্রেতাদের ব্যস্ততা বেড়ে গেছে।
এবার
প্রতিটি জামদানি লেনদেন হচ্ছে আঠারশ থেকে দশ হাজার টাকায়। বিভিন্ন শপিং
মলের তুলনায় এখানে কম দামে শাড়ি কেনা যায় বলে দূর-দূরান্ত থেকে ক্রেতারা
ভিড় করছেন।
জামদানি
হাট কমিটির হিসাবে, প্রতি হাটে জামদানি লেনদেন হচ্ছে আড়াই থেকে তিন কোটি
টাকার। যা অন্যান্য বছরের চেয়ে অনেক কম। ঐতিহ্য টিকিয়ে রাখতে এই খাতে
সরকারকে আরো মনোযোগ দেয়ার দাবি জানিয়েছেন তাঁতিরা।