সারাবছর পর্দায় নিয়মিত না দেখা গেলেও ঈদ ও
বিশেষ দিনগুলোতে অনেকগুলো নাটকেই উপস্থিত থাকেন অভিনেত্রী আনিকা কবির শখ।
সেই ধারাবাহিকতায় এবার ঈদেও একাধিক নাটকে দেখা যাবে তাকে। আবারও মোশাররফ
করিম অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘সিকেন্দার বক্স’ সিক্যুয়েলে দেখা যাবে
তাকে। এরই মধ্যে নাটকটির শুটিং রাঙামাটিতে শেষ করেছেন তিনি।
এছাড়াও নিলয়ের সাথে জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। ‘ওয়ান ফাইন ডে’ শিরোনামের নাটকটি ঈদে মাছরাঙায় প্রচার হবে। নিলয়ের সাথে সম্পর্ক ভাঙার পর এটাই তাদের প্রথম কাজ। তবে এই নিয়ে গুঞ্জনও চলছে। হয়তো আবারও পুরোনো সম্পর্কে ফিরেছেন তারা।
শখ বলেন, ‘নিলয় আর আমি একই প্রফেশনে। তাই নিলয় আর আমার সম্পর্কটা প্রফেশনাল। একসাথে কাজ করাটাই স্বাভাবিক। এ নিয়ে গুঞ্জনের কিছু নেই। ভবিষ্যতেও হয়তো একসাথে কাজ করতে হতে পারে। আমি বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছি।’
এছাড়াও নিলয়ের সাথে জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। ‘ওয়ান ফাইন ডে’ শিরোনামের নাটকটি ঈদে মাছরাঙায় প্রচার হবে। নিলয়ের সাথে সম্পর্ক ভাঙার পর এটাই তাদের প্রথম কাজ। তবে এই নিয়ে গুঞ্জনও চলছে। হয়তো আবারও পুরোনো সম্পর্কে ফিরেছেন তারা।
শখ বলেন, ‘নিলয় আর আমি একই প্রফেশনে। তাই নিলয় আর আমার সম্পর্কটা প্রফেশনাল। একসাথে কাজ করাটাই স্বাভাবিক। এ নিয়ে গুঞ্জনের কিছু নেই। ভবিষ্যতেও হয়তো একসাথে কাজ করতে হতে পারে। আমি বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছি।’