কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে বিষধর গোখরা সাপ

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনি কক্ষে বিষধর গোখরা সাপ পাওয়া গেছে। আতঙ্কে ক্লাস বন্ধ করে বিদ্যালয় ছুটি দেয়া দিয়েছে বিদ্যালয় কতৃপক্ষ।
গতকাল দুপুরের দিকে পুর্ব পয়ড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালিন সময়ে তৃতীয় শ্রেনির এক শিক্ষার্থী জানালা দিয়ে পাশের বন্ধ শ্রেনি কক্ষে প্রায় ২ ফুট দৈর্ঘ্যের ১ টি সাপ দেখতে পায়। তার চিৎকারে বিদ্যালয়ের শিক্ষকরা এসে আরও বেশ কয়েকটি সাপ দেখে তাৎক্ষনিক পাশ্ববর্তী লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী এসে সাপ গুলো মেরে ফেলে। পরে শ্রেনিকক্ষের মেঝের একটি অংশ ভেঙ্গে ১৪ টি বিষধর গোখরা সাপ মেরে ফেলা হয় এবং বেশ কিছু ডিম নষ্ট করা হয়। এর প্রত্যেকটি ডিমের ভিতরে দেড় থেকে দুই ইঞ্চি সাপের বাচ্চা ছিল।
প্রধান শিক্ষক সুলতানা বেগম পারুল জানায়, এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিদ্যালয় ছুটি দেয়া হয়েছে। অনুমান করা হচ্ছে ওই শ্রেনি কক্ষে আরও বেশ কিছু সাপ থাকতে পারে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক বিদ্যালয়ের
ক্লাস রুমে বিষধর গোখরা সাপ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top