ফ্রান্সের লা রিইউনিয়ন দ্বীপের যেখানে গত
সপ্তাহের মালয়েশিয়ার নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটের বলে ধারণাকৃত বোয়িং ৭৭৭-এর
একটি পাখার অংশ বিশেষ পাওয়া গেছে সেখানে শনিবার এক টুকরা ধাতু পাওয়া গেছে।
তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ কথা জানায়।
তদন্তকারীরা ভারত মহাসাগরের দ্বীপটিতে প্রাপ্ত এই ধ্বংসাবশেষটিকে মালয়েশিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০-এর ভাগ্যে কী ঘটেছিল তার তদন্তের অংশ হিসেবে তথ্য প্রমাণ গণ্য করছেন। সূত্র জানায়, তবে ধাতব বস্তুটি একটি বিমানের অংশ এমন কোনো ইঙ্গিত মেলেনি।
তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ কথা জানায়।
তদন্তকারীরা ভারত মহাসাগরের দ্বীপটিতে প্রাপ্ত এই ধ্বংসাবশেষটিকে মালয়েশিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০-এর ভাগ্যে কী ঘটেছিল তার তদন্তের অংশ হিসেবে তথ্য প্রমাণ গণ্য করছেন। সূত্র জানায়, তবে ধাতব বস্তুটি একটি বিমানের অংশ এমন কোনো ইঙ্গিত মেলেনি।