গুজরাটে বন্যায় নিহতের সংখ্যা ৪০

S M Ashraful Azom
ভারতের উত্তর গুজরাট ও কুচে চলতি সপ্তাহের গোড়ার দিকে শুরু হওয়া ভারী বৃষ্টি এবং এর ফলে সৃষ্টি বন্যার মতো পরিস্থিতির কারণে মৃতের সংখ্যা ৪০-এ দাঁড়িয়েছে। এর মধ্যে বানসকন্ঠ জেলায় ১৪ জন, পার্শ্ববর্তী পাটান জেলায় পাঁচ জন ও কুচে চারজন মারা গেছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছে- এ পর্যন্ত তিন হাজার লোককে উদ্ধার করা হয়েছে এবং ৯৭টি গ্রামের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে। গত দুই দিনে বন্যাকবলিত এলাকায় ১০ লাখ খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়েছে।

এদিকে শুক্রবার রাত থেকে টানা বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। রাজ্যের অনেক স্থানে নতুন নতুন এলাকা বন্যাকবলিত হয়েছে। প্রধান প্রধান নদীগুলোতে পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পর্যন্ত সাত লাখ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী লোকেরা বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। কলকাতার বেশকিছু এলাকা পানির নীচে তলিয়ে গেছে। রেলপথ পানির নীচে তলিয়ে যাওয়ায় রেল যোগাযোগ বাধাগ্রস্ত হয়েছে।

-বাসস
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top