বন্ধু তোমায় এ গান শোনাবো...

S M Ashraful Azom
ভালো, খারাপ কিংবা 'ফ্রেন্ডস উইথ বেনিফিট'- সব ধরনের বন্ধুদের জন্যই গান এক অদ্ভুত টনিক। কথার বর্ণচ্ছটা আর সুর, তাল, লয়ের মাদকতায় প্রকাশিত হয় বন্ধুত্বের অনেক অব্যক্ত সংজ্ঞা। কোন কোন গানের ছন্দেই মনে পড়ে বন্ধুত্বের অলি গলি কিংবা বিস্মৃত কোন স্মৃতি, বন্ধুর জন্য সুখ কিংবা ব্যাথায় ভরে মন। বন্ধুত্বের বিশেষ দিন বন্ধু দিবসে বন্ধুকে নিয়ে শুনতে কিংবা বন্ধুদের শোনাতে প্রিয়.কমের পাঠকদের জন্য দেয়া হল বিলবোর্ডের জরিপ অনুযায়ী নির্বাচিত বন্ধুত্বের সেরা ২০ টি গান- 'উই আর গোয়িং টু বি ফ্রেন্ডস' - দ্য হোয়াইট স্ট্রাইপস 'ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড' - কুইন 'লিন অন মি' - বিল উইদার্স 'উইথ দ্য লিটল হেল্প অব মাই ফ্রেন্ডস'- দ্য বিট্লস্ 'ইউ গট আ ফ্রেন্ড অন মি'- রেন্ডি নিউম্যান 'দ্যাটস হোয়াট ফ্রেন্ডস আর ফর' - এলটন জন, স্টিভ উন্ডার, গ্লাডিস নাইট, ডনি ওয়ারউইক 'আই উইল বি দেয়ার' - জ্যাকসন ফাইভ 'আম্বরেলা' - রিহানা 'ইফ ইউ ওয়ানা বি মাই' - স্পাইস গার্লস 'বেস্ট ফ্রেন্ড' - ফিফটি সেন্ট 'স্লিক' - জে জি, কেনি ওয়েস্ট, বিগ সিন 'মাই বেস্ট ফ্রেন্ড' - উইজার 'কাউন্ট অন মি' - ব্রুনো মার্স 'অল মাই ফ্রেন্ডস' - এলসিডি সাউন্ডসিস্টেম 'হোয়াট অ্যাবাউট ইওর ফ্রেন্ডস' - টিএলসি 'উইন্ড বেনেথ মাই উইংস' - বেটি মিডলার 'থ্যাংকইউ ফর বিয়িং আ ফ্রেন্ড' - অ্যান্ড্রু গোল্ড 'জাস্ট আ ফ্রেন্ড' - বিজ মার্কি 'ইউ হ্যাভ গট আ ফ্রেন্ড' - জেমস্ টেলর 'আই উইল বি দেয়ার ফর ইউ' - দ্য রেমব্রান্ডটস 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top