বান্দরবানে সাঙ্গু নদীর পাড়ে ভাঙনে ক্ষতিগস্ত প্রায় ২শ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (০৩ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সহায়তা দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ২ হাজার টাকা এবং ২০ কেজি করে চাল দেওয়া হয়।
এরআগে শহরের মধ্যম পাড়া এলাকায় সাঙ্গু নদীর পাড়ে বিশাল এলাকা জুড়ে মাটিতে ফাটল দেখা দেয়। সোমবার ভোরে প্রায় ২ শতাধিক বসতঘর ভেঙে পড়ে।