বিনামূল্যে অনলাইন সেবা দেবে রবি, অপেরা ও এখানেই

S M Ashraful Azom
বিনামূল্যে অনলাইন সেবা দেবে মোবাইল ফোন অপারেটর রবি, ইউরোপিয় ব্রাউজার নির্মাতা প্রতিষ্ঠান অপেরা সফটওয়্যার এবং মোবাইলে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইট এখানেই ডটকম।

দেশে মোবাইল ব্যবহারকারীদের সহজে ইন্টারনেট ব্যবহারে আগ্রহী করে তুলতে প্রতিষ্ঠান তিনটি দু’সপ্তাহব্যাপী এই প্রচারণা চালাবে।

এই প্রচারণার মাধ্যমে রবি এখানেই ডটকমের ওয়েব পাসের সহায়তায় তার দুই লাখ গ্রাহককে মোবাইলে বিনামূল্যে ডাটা ব্যবহারের সেবা দিবে। গ্রাহকরা মোবাইলে ব্রাউজার অপেরা মিনির মাধ্যমে ওই ওয়েব পাস অফার লিংকে ক্লিক করে এই সেবা পাবেন।

রবি গ্রাহকরা তাদের মোবাইল ফোনে অপেরা মিনি ব্রাউজার থেকে ‘ফ্রি ইন্টারনেট কুপন’ আইকনে ক্লিক করলে একটি অ্যাক্টিভেশন পেজ ওপেন হবে। এখান থেকে এখানেই ফ্রি ব্রাউজিং পাসের মাধ্যমে প্রতিদিন ৫ মেগাবাইট পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। তবে এই ফ্রি পাসের মাধ্যমে গ্রাহকরা স্ট্রিমিং কোনো অডিও বা ভিডিও চালাতে পারবেন না।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top