কুর্দি পিকেকে জঙ্গিদের আত্মঘাতী হামলায় তুরস্কের দুই নিরাপত্তা সৈন্য নিহত ও অপর ২৪ জন আহত হয়েছেন। রবিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে।
তুরস্কের
গণমাধ্যম জানিয়েছে, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি একটি ট্রাক্টর
নিয়ে সামরিক পুলিশ স্টেশনে হামলা চালায়। ইরান সীমান্তবর্তী তুরস্কের এগরি
প্রদেশের দোগুবাইয়াজিত শহরের কাছে এই হামলা চালানো হয়।
২৪
জুলাই থেকে ইরাক-তুর্কি সীমান্তের উভয় পাশে পিকেকের ঘাঁটি লক্ষ্য করে
তুরস্ক কয়েকশ বিমান হামলা চালিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা
আনাদোলু জানিয়েছে, স্থানীয় সময় ভোর রাত ৩টায় ( গ্রিনিচ মান সময় ১২:০০ টা)
এই হামলা চালানো হয়।
খবর বাসসের।