শিশু পুড়িয়ে হত্যা: ইসরায়েলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

S M Ashraful Azom
প্যালেস্টাইনের পশ্চিম তীরে ১৮ মাসের শিশু আলী সাদ দাওয়াবশাকে পুড়িয়ে মারার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে মামলা করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এরইমধ্যে রামাল্লাহভিত্তিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকিকেেআন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। রামাল্লায় প্যালেস্টাইনি কর্তৃপক্ষের সদর দপ্তর থেকে দেয়া ভাষণে মাহমুদ আব্বাস বলেন, তার সরকার ১৮ মাসের শিশুকে পুড়িয়ে মারার ঘটনার বিরুদ্ধে শিগগিরি আইসিসিতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তিনি এ ঘটনাকে ইসরাইলের যুদ্ধাপরাধ বলেও উল্লেখ করেন। তিনি আরো বলেন, দিন দিন প্যালেস্টাইনি জনগণের ওপর ইসরাইল মানবতাবিরোধী অপরাধ করেই চলেছে। এদিকে, শিশু পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত ইসরাইলিদেরকে সন্ত্রাসী আখ্যা দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। মালিকি বলেন, এ হামলা প্রমাণ করে ইসরাইলের লোকজন প্যালেস্টাইনের জাতির প্রতি কতটা বিদ্বেষ পোষণ করে যা ইসরাইল সরকারের প্রতিদিনের প্রচারণা ও নীতির অংশ। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top