জুলাই মাসে ইরাকে নিহত ১৩৩২ জন: জাতিসংঘ

S M Ashraful Azom
ইরাকে গত জুলাই মাসে বিভিন্ন হামলা ও সহিংসতায় এক হাজার ৩৩২ জন লোক নিহত হয়েছেন। শনিবার ইরাকে জাতিসংঘের সহকারী মিশন (ইউএনএএমআই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের ওই বিবৃতির বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, নিহতদের মধ্যে ৮৪৪ জন বেসামরিক লোক এবং ৫১৫ জন নিরাপত্তাবাহিনীর সদস্য। এছাড়া জুলাই মাসে এক হাজার ৬১৬ জন বেসামরিক লোক এবং নিরাপত্তাবাহিনীর পাঁচ শতাধিক সদস্য আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, উল্লিখিত সময়ে দেশটির আনবার প্রদেশে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এ সময় প্রদেশটিতে ১৪৭ নিহত ও ৪৫৩ জন আহত হয়েছেন। যারা সবাই বেসামরিক লোক। গত বছর ইসলামিক স্টেট বা আইএস আনবার প্রদেশের বেশকিছু এলাকার দখল নেয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top