চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বিএনপি-জামায়াত : প্রধানমন্ত্রী

S M Ashraful Azom
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেট্রলবোমা ও আগুন সন্ত্রাসে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি-জামায়াত এখন গুপ্তহত্যা শুরু করেছে। সন্ত্রাসী হামলায় নিহত কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শাহাবুদ্দিন ফরায়েজীর পরিবারের সদস্যরা গতকাল রাববার সন্ধ্যায় গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শনিবার রাজধানীর আজিজ সুপার মার্কেটে প্রকাশনা সংস্থার মালিক দীপনকে কুপিয়ে হত্যা করার পরের দিন প্রধানমন্ত্রী এমন বক্তব্য দিলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির সাংবাদিকদের আরও জানান, ৬ অক্টোবর সন্ত্রাসী হামলায় নিহত আ ক ম শাহাবুদ্দিন ফরায়েজীর স্ত্রী ও ছেলেসহ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নিহত এই নেতার পরিবার প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন, তাদের এলাকায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের লোকজন খুবই শক্তিশালী। এরাই বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা ও নির্যাতন করছে। তারা নিশ্চিত এই গ্রুপই শাহাবুদ্দিন ফরায়েজীকে হত্যা করেছে। এমনকি হত্যার পর যাতে কোনো প্রমাণ ও ক্লু না থাকে, সে জন্য লাশটি অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। বিশেষ সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদারের আহ্বান জানিয়ে বলেছেন এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে। তিনি এ দু’দেশের অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন দ্বিপক্ষীয় সহযোগিতার সকল ক্ষেত্রে অগ্রগতি জোরদারে উভয় দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে নিয়মিত আলোচনায় বসতে সম্মত রয়েছে। গতকাল বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনার নরলিন বিনতি ওথমান প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল, বিদ্যুৎ, অবকাঠামো ও কৃষিভিত্তিক শিল্পের মতো বিভিন্ন খাতে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, ঢাকায় অবস্থানকালে সফলভাবে দায়িত্ব পালনের জন্য নরলিন বিনতি ওথমানকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বৈঠকে মালয়েশিয়ার হাইকমিশনার বলেন অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। নরলিন ওথমান বিভিন্ন খাতে বাংলাদেশের অসাধারণ অগ্রগতির ভূয়সীপ্রশংসা করে বলেছেন বাংলাদেশ জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করেছে। পেট্রোলিয়াম আমদানিতে সহযোগিতার ব্যাপারে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের পেট্রোবাংলা মালয়েশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানী পেট্রোনাস থেকে পেট্রোলিয়াম আমদানি করছে। বৈঠককালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।সবচেয়ে সস্তায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে ভুটান : এদিকে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সবচেয়ে সস্তায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির কথা বলেছেন ভুটানের অর্থমন্ত্রী লিয়নপো নরবু ওয়াংচুক। ঢাকা সফররত ভুটানি মন্ত্রী গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান। তিনি বলেন, ভুটানের ৩০ হাজার মেগাওয়াট পানিবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে এবং এই মুহূর্তে তারা পাঁচ হাজার মেগাওয়াট উৎপাদন করছে বলে লিয়নপো নরবু ওয়াংচুক প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। ভুটানে উৎপাদিত পানিবিদ্যুতই বিশ্বে সবচেয়ে সস্তা জানিয়ে মন্ত্রী বাংলাদেশে সবচেয়ে কম দামে বিদ্যুৎ রপ্তানির কথা বলেছেন। বাংলাদেশ ইতোমধ্যে ভারত থেকে পাঁচশ’ মেগাওয়াট বিদ্যুৎ নিচ্ছে। আরও বিদ্যুৎ আমদানি করা যায় কিনা- সে আলোচনাও রয়েছে। বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদার কথা জানিয়ে প্রধানমন্ত্রী ভুটান থেকে পানিবিদ্যুৎ কেনার প্রয়োজনীয়তার কথাও মন্ত্রীকে জানান। প্রেস সচিব বলেন, ভুটানের পানিবিদ্যুতের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন সেখানে উৎপাদিত পানিবিদ্যুৎ বাংলাদেশের চাহিদা পূরণ করতে পারে। বাংলাদেশ ভবিষ্যতে ভুটানের পানিবিদ্যুৎ প্রকল্পের অংশীদার হতে পারবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। বাংলাদেশ, ভারত, ভুটান ও নোপলের মধ্যে যানবাহন চলাচলের বিষয়ে চুক্তি হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এতে চার দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে ভুটানের প্রথম স্বীকৃতি দেয়ার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন ভুটানের জন্য বাংলাদেশের নাগরিকদের হৃদয়ে বিশেষ স্থান রয়েছে। পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানিবিদ্যুৎ এবং যোগাযোগসহ বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের চ্যাম্পিয়নস অব দি আর্থ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন ভুটানের অর্থমন্ত্রী। বাংলাদেশে বৌদ্ধ স্থাপনাগুলোর ‘সুষ্ঠু সংক্ষরণ’ করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজা, রাণী ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তাদের শুভেচ্ছা শেখ হাসিনাকে পৌঁছে দেন লিয়নপো নরবু ওয়াংচুক। অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম সাক্ষাতকালে উপস্থিত ছিলেন।কাল নেদারল্যান্ডস যাচ্ছেন প্রধানমন্ত্রীচলতি মাসেই আসতে পারেন রানী ম্যাক্সিমাকূটনৈতিক সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার চারদিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন। এ সফরে মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা, তৈরি পোশাকশিল্প, কৃষি ও শিক্ষা, ব-দ্বীপ ব্যবস্থাপনাসহ পানিসম্পদ ব্যবস্থাপনা জোরদারের বিষয় গুরুত্ব পাবে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে চারটি সহযোগিতা স্মারক (এমওইউ) সই হবে। প্রধানমন্ত্রীর সফর শেষে জাতিসংঘের একটি সংস্থার হয়ে নেদারল্যান্ডেসর রানী ম্যাক্সিমা চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বাংলাদেশে বিমসটেক ও সার্সোর সদর দপ্তর তৈরি নিয়ে সংস্থা দুটির প্রতিনিধিদের সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে ৩ থেকে ৬ নভেম্বর নেদারল্যান্ডস সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালের ৫ জানুয়ারির বহুল আলোচিত নির্বাচনের পর এটিই শেখ হাসিনার ইউরোপে প্রথম সরকারি সফর। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সফরে ২৫ সদস্যের সরকারি একটি প্রতিনিধি দল ও ১৯ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল যাবে। সফরকালে শেখ হাসিনা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং সে দেশের রানী ম্যাক্সিমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়াও নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এক সেমিনারে শেখ হাসিনার বক্তৃতা দেয়ার কথা রয়েছে।পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, খসড়া সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের রটারডাম বন্দর পরিদর্শনসহ নদী খনন, সমুদ্র ও নদী থেকে ভূমি পুনরুদ্ধার, ভূমি সংরক্ষণ প্রকল্প, কৃষি খামার, কৃষি পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করবেন। এ ছাড়াও পানিসম্পদ ব্যবস্থাপনা বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ, কৃষি ও ব-দ্বীপ ব্যবস্থাপনা নিয়ে নেদারল্যান্ডসের দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশের কাছে তুলে ধরা হবে।এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নভেম্বর মাসের মাঝামঝি সময়ে জাতিসংঘের মহাসচিবের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা সিরোকি বাংলাদেশ সফরে আসতে পারেন। তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে পানি ব্যবস্থাপনা নিয়ে ডেলটা প্লান-২১০০ এর সঙ্গে যুক্ত নেদারল্যান্ডস। পানিসম্পদ ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ নদী খনন, চর উন্নয়ন প্রভৃতি বিষয়ে সহযোগিতা রয়েছে দেশটির সঙ্গে। এ সফরে পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। মাহমুদ আলী বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। চুক্তিগুলো হলো দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে রাজনৈতিক পরামর্শবিষয়ক চুক্তি, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির সঙ্গে নেদারল্যান্ডস ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনের সঙ্গে চুক্তি, বিজিএমইএ’র ফ্যাশন ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেদারল্যান্ডসের ন্যনরোড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি, বিজিএমইএ’র ফ্যাশন ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেদারল্যান্ডসের সেক্সন বিশ্ববিদ্যালয়ের চুক্তি।এবারের সফরে এ বিষয়ে কথা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, নেদারল্যান্ডসের পাশাপাশি অনেক দেশ বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণ নিয়ে আগ্রহ দেখিয়েছে। পটুয়াখালীর পায়রায় গভীর সমুদ্র বন্দর নির্মাণে নেদারল্যান্ডস আগ্রহের বিষয়টি এবারের সফরে আলোচনায় আসতে পারে।আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়ানোর বিষয়টিও আলোচনায় আসবে। কারণ নেদারল্যান্ডস ইতিমধ্যেই বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়ানোর পক্ষে বিভিন্ন ফোরামে কথা বলে আসছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top