কমতে শুরু করেছে শীতের সবজির দাম

S M Ashraful Azom
রাজধানীর বাজারগুলো এখন শীতের সবজিতে ভরপুর। শিম, ফুলকপি, বাঁধাকপি, মূলা, টমেটো, গাজর থেকে শুরু করে শীতকালীন সবধরনের সবজিই এখন বাজারে পাওয়া যাচ্ছে। আর সরবরাহ বাড়ায় দামও কমতে শুরু করেছে।
 
শুক্রবার রাজধানীর কাওরানবাজার ও মহাখালী বাজারসহ কয়েকটি বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, শীতকালীন সবজিতে বাজারগুলো ভরে গেছে। ব্যবসায়ীরা জানান, সামনে সবজির সরবরাহ বাড়বে। তখন দাম আরো কমে যাবে।
 
সবজি বিক্রেতারা জানান, এক সপ্তাহ আগের তুলনায় বাজারে সবজিভেদে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। বাজারে প্রতি কেজি শিম ৩০ থেকে ৩৫ টাকা, মূলা ২০ থেকে ২৫ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা টমেটো ৪০ থেকে ৪৫ টাকা, পাকা টমেটো ১০০ থেকে ১২০ টাকা, পটল ৪০ থেকে ৪৫ টাকা, ঢেঁড়স ৪৫ থেকে ৫০ টাকা, ঝিঙ্গা ৪০ থেকে ৪৫ টাকা, করলা ৪০ থেকে ৪৫ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
 
বাঁধাকপি প্রতি পিস ২৫ থেকে ৩০ টাকা, ফুলকপি ২০ থেকে ৩০ টাকা, লাউ ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া নতুন আলু বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে। তবে পুরাতন আলুর দাম কম। প্রতি কেজি ৩০ টাকা।
 
কাওরানবাজারে সবজি বিক্রেতা আনিছার বলেন, এখন প্রতিদিনই বাজারে সবজির সরবরাহ বাড়বে। আর সরবরাহ বাড়লে দাম আরো কমবে।
 
এদিকে সরবরাহ বাড়ালেও কাঁচামরিচের ঝাল এখনো পুরোপুরি কমেনি। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা কেজি দরে।
 
এদিকে বাজারে হঠাৎ করেই ডিমের দাম আবার বাড়তির দিকে। প্রতি হালিতে ২ থেকে ৩ টাকা বেড়ে লেয়ার মুরগির ডিম ৩২ থেকে ৩৩ টাকা, দেশি মুরগির ডিম ৪৫ টাকা ও হাঁসের ডিম ৪০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top