সেবা ডেস্ক: সিনাই উপদ্বীপে রুশ বিমান বিধ্বস্ত হওয়ায় চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং শোক ও সমবেদনা জানিয়েছেন। পৃথকভাবে পাঠানো চিঠির মাধ্যমে তারা এ শোক ও সমবেদনা জানান।
প্রেসিডেন্ট সি চিন পিং আজ (রবিবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমবেদনা জানিয়ে পাঠানো চিঠিতে সিনাই উপদ্বীপে বিধ্বস্ত রুশ বিমানের নিহতদের প্রতি শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
চিঠিতে তিনি বলেন, এ বিশেষ দু:খের সময় চীনের জনগণ দৃঢ়ভাবে রাশিয়ার জনগণের পাশে রয়েছে।
এদিকে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে সমবেদনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
উল্লেখ্য, গতকাল শনিবার মিশরের শার্ম আল শেখ থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গগামী একটি রুশ বিমান দেশটির সিনাই উপদ্বীপে বিধ্বস্ত হয়। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয়।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই মিশরের ফ্লাইট পরিচালনা বিভাগের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। বিমানে ২১৭ আরোহী ছিলো। এদের বেশিরভাগই রুশ পর্যটক।