সেবা ডেস্ক: রোববার স্থানীয় সময় সকালে শুরু হয়েছে তুরস্কের ২৬তম পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। চলতি বছর দেশটিতে দ্বিতীয় বারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডিভেলপমেন্ট পার্টি, প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টিসহ ১৬টি রাজনৈতিক দল এতে প্রতিদ্বন্দ্বিতা করছে। পার্লামেন্টের ৫৫০টি আসনের জন্য লড়াই করছে তারা।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে গত অক্টোবরে রাজধানী আঙ্কারায় দু'টি আত্মঘাতি বোমা হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বিগ্ন। তাই এবার পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে তুর্কি সরকার বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করেছে।