২০১৮ সাল থেকে থাকছে না প্রাথমিক সমাপনী: শিক্ষামন্ত্রী

S M Ashraful Azom
 শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত হবে এবং তা হবে সম্পূর্ণ অবৈতনিক। তাই ওই বছর থেকে আর পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার সুযোগ থাকবে না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।

রোববার জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকেন্দ্র এবং বকশীবাজার আলিয়া মাদ্রাসাকেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত অভিভাবক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। 
 
শিক্ষামন্ত্রী বলেন, নকল ও প্রশ্নপত্র ফাঁস মুক্ত পরীক্ষা গ্রহণে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সারাদেশে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষার মাধ্যমে ঝরেপড়া রোধ ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top