মির্জা ফখরুলকে আত্মসমর্পণের নির্দেশ

Unknown
সেবা ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চে সোমবার সকা‌লে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দুই সপ্তা‌হের ম‌ধ্যে শুনা‌নি নিষ্প‌ত্তির নি‌র্দেশ দিয়ে‌ছেন আপীল বিভাগ। শুনা‌নি শেষ মির্জা ফখরু‌লের আইনজীবী সগীর হোসেন লিওন সাংবা‌দিক‌দের জানান, মির্জা ফখরু‌লের জা‌মি‌নের মেয়াদ বৃ‌দ্ধি ক‌রা হয়‌নি। জা‌মিন নি‌তে হ‌লে তা‌কে আদালতে আত্মসমর্পণ কর‌তে হ‌বে। গত ২৮ অক্টোবর আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ফখরুলের পক্ষে এই আবেদন করেছেন তার আইনজীবী সগীর হোসেন লিওন। মির্জা ফখরুলের আত্মসমর্পণের মেয়াদ আরও ৮ সপ্তাহ বাড়ানোর আবেদন জানানো হয়েছিল ওই আবেদনে। এর আগে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে করা তিন মামলায় স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় নিয়ে গত ১৩ জুলাই আপীল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন ৬ সপ্তাহের জন্য বহাল রাখেন। এ সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে এই মেয়াদ শেষ হওয়ার আগেই গত ২৪ আগস্ট আত্মসমর্পণের মেয়াদ বাড়ানোর জন্য মির্জা ফখরুলের পক্ষে আবেদন জানানো হয়। ৩১ আগস্ট ওই আবেদনের শুনানি করে আপীল বিভাগ প্রথম দফায় তার আত্মসমর্পণের মেয়াদ ৬ সপ্তাহের জন্য বৃদ্ধি করেন। এরপর দ্বিতীয় দফায় আত্মসমর্পণের জন্য আরও ৮ সপ্তাহ সময় চেয়ে ফখরুলের আইনজীবীদের করা আবেদনের শুনানি নিয়ে গত ৬ অক্টোবর আপিল বিভাগের চেম্বার বিচারপতি ২ নভেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেফতার হন মির্জা ফখরুল। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top