প্রযুক্তির দিন দিন উন্নতির ফলে প্রতিদিনই আসছে নতুন নতুন প্রযুক্তি। একটা থেকে আরেকটি আরও উন্নত। কিন্তু সমস্যা হচ্ছে তাদের যাদের এই নতুন প্রযুক্তি ব্যবহারের মতো আর্থিক অবস্থা নেই। যেমন কারো ল্যাপটপ কিংবা ডেস্কটপ আছে কিন্তু সেটি টাচ নয়, মানে টাচ করে কাজ করা যায় না। অন্যদিকে এখন সব ডিভাইস টাচ প্রযুক্তিতে! যুগের সাথে তাহলে তাল মিলিয়ে চলা যায় কীভাবে?
ঠিক এ ধরনের সমস্যার সমাধানই করেছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হানিফ আলী সোহাগ। লেখাপড়ার সাথে সাথে নতুন কিছু উদ্ভাবন করার আগ্রহ সেই ছোটবেলা থেকে তার। টেকনোলজি নিয়ে কাজ করার ইচ্ছা থাকায় সবসময় এসব নিয়েই থাকেন তিনি। এরমধ্যে কম্পিউটারের লেজারবিহীন মাউস ও মোবাইল ফোনের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন তিনি। আর এবার আনটাচ কম্পিউটার/ল্যাপটপকে টাচ পদ্ধতিতে ব্যবহার করার দারুণ প্রযুক্তি উদ্ভাবন করলেন তিনি।
তার উদ্ভাবিত সফটওয়্যারের মাধ্যমে মাত্র ৫-৬শ’ টাকা ব্যয়ে যেকোনো ল্যাপটপ/কম্পিউটারকে টাচে পরিণত করা সম্ভব। তার উদ্ভাবিত এ সফটওয়্যার দ্বারা ল্যাপটপ/কম্পিউটারকে টাচে পরিণত করা যাবে। তিনি এর নাম দিয়েছেন ‘ল্যাপটাচ’। এখানে টাচের জন্য তিনি ব্যবহার করেছেন ওয়েবক্যামের ব্যাটারিচালিত লাইট।
তার উদ্ভাবিত সফটওয়্যারের মাধ্যমে মাত্র ৫-৬শ’ টাকা ব্যয়ে যেকোনো ল্যাপটপ/কম্পিউটারকে টাচে পরিণত করা সম্ভব। তার উদ্ভাবিত এ সফটওয়্যার দ্বারা ল্যাপটপ/কম্পিউটারকে টাচে পরিণত করা যাবে। তিনি এর নাম দিয়েছেন ‘ল্যাপটাচ’। এখানে টাচের জন্য তিনি ব্যবহার করেছেন ওয়েবক্যামের ব্যাটারিচালিত লাইট।
টাচ কাজ করার প্রক্রিয়াও খুব সহজ। প্রথমেই কম্পিউটার/ল্যাপটপের ডেস্কটপের স্ক্রিনের মাপ পর্যবেক্ষণের জন্য মাউসের সাহায্যে চারটি পয়েন্ট সিলেক্ট করতে হবে। এরপরই সফটওয়্যার কাজ করবে। আঙুলের মাথায় সেট করা একটি ছোট সাধারণ লাইট ও ওয়েবক্যামের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপ এ টাচ ব্যবহার করা যাবে। এই ডিভাইসের মাধ্যমে কম্পিউটার স্ক্রিনে সরাসরি ছবি আঁকা বা লেখাও যাবে। মাউসের মতোই সহজে সবকিছু ক্লিক করা যাবে এই লাইটের টাচে। এই প্রযুক্তিতে মাউস ছাড়াই লাইটের মাধ্যমে কম্পিউটারের সব নিয়ন্ত্রণ করা সম্ভব।
দিনাজপুরের ছেলে হানিফ আলী সোহাগ পড়াশোনা করছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বাড়ির ইলেকট্রনিক্স যন্ত্রপাতির খুঁটিনাটি বিষয় দেখা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। আর এখন সেই প্রিয় বিষয় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়েই লেখাপড়া করছেন তিনি।
দিনাজপুরের ছেলে হানিফ আলী সোহাগ পড়াশোনা করছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বাড়ির ইলেকট্রনিক্স যন্ত্রপাতির খুঁটিনাটি বিষয় দেখা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। আর এখন সেই প্রিয় বিষয় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়েই লেখাপড়া করছেন তিনি।

