সোমবার আসছে জিম্বাবুয়ে

Unknown
সেবা ডেস্ক: তিন ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচের সিরিজ খেলতে আগামীকাল সোমবার বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এদিন বিকেল সাড়ে চারটায় ঢাকায় পৌঁছানোর কথা এলটন চিগুম্বুরার দলের।
জিম্বাবুয়ে দল সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তানের কাছে ওয়ানডে ও টি২০ সিরিজ হারিয়েছে। হোম গ্রাউন্ডে ব্যর্থ সিরিজের পর বাংলাদেশে আসছে চিগুম্বুরা বাহিনী। তুলনামূলকভাবে অনভিজ্ঞ একটি দল নিয়েই আসছে জিম্বাবুয়ে। দলে নেই হ্যামিল্টন মাসাকাদজা ও ভুসি সিবান্দার মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা। তবে দলে ফিরেছেন রেজিস চাকাভা ও লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার।
আগামী ৩ ও ৪ নভেম্বর মিরপুরে অনুশীলন করবে সফরকারী জিম্বাবুয়ে দল। এরপর ৫ নভেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নিবে জিম্বাবুয়ে। সফরের সবগুলো ওয়ানডে এবং টি২০ ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
জিম্বাবুয়ে দল: এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিভাবা, তেন্দাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, নেভিল মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুমবামি, তাউরাই মুজারাবানি, জন নিউম্বু, তিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার ও শন উইলিয়ামস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top