ফরহাদ ও হামিদুলের সেঞ্চুরি

Unknown
সেবা ডেস্ক: ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় স্তরের ম্যাচে শীর্ষে থাকার লড়াইয়ে প্রথম ইনিংসে ৪৮৯ রানে থেমেছে বরিশাল বিভাগ। জবাবে এক উইকেট হারিয়ে ১৩৪ রান করেছে চট্টগ্রাম। দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে সেঞ্চুরি হয়েছে দুটি। খুলনায় সিলেটের বিপক্ষে রাজশাহীর ফরহাদ হোসেন (১৪৪) ও হামিদুল ইসলাম (১০৫) তিন অংকের ঘরে পৌছেছেন। এই দুই সেঞ্চুরিতে রাজশাহী ৩৯৫ রান করেছে।
সিলেট-রাজশাহী বিভাগ
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রাজশাহীর ফরহাদ হোসেন ও হামিদুল ইসলাম সেঞ্চুরি করেছেন। প্রথম দিনে সিলেটকে ১৭৬ রানে অলআউট করে ৪২ রানে দুই উইকেট হারিয়েছিল রাজশাহী। তবে দ্বিতীয় দিনে ফরহাদ ও হামিদুলের ব্যাটিংয়ে ৩৯৫ রান করেছে রাজশাহী। নাসুম আহমেদ তিনটি এবং খালেদ আহমেদ ও ইমরান আলী দুটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে সিলেট কোনো উইকেট না হারিয়ে ১১ রান তুলেছে। রাজশাহীর প্রথম ইনিংস থেকে তারা এখনও ২০৮ রান পিছিয়ে।
চট্টগ্রাম-বরিশাল বিভাগ
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের ১৫৮ রান নিয়ে খেলতে নেমে রোববার ১৬৮ রানে আউট হয়েছেন শাহরিয়ার নাফীস। ১২৮ রানে প্রথমদিন অপরাজিত থাকা ফজলে মাহমুদ থেমেছেন ১৩৩ রানে। তবে এই দুজন আউট হওয়ার পর আল-আমিনের হাফ সেঞ্চুরিতে (৬০) ৪৮৯ রানে অলআউট হয়েছে বরিশাল। চট্টগ্রাম দ্বিতীয়দিন শেষে এক উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে। ৬৪ রানে অপরাজিত রয়েছেন মুমিনুল হক। বরিশালের চেয়ে চট্টগ্রাম ৩৫৫ রান পিছিয়ে। হাতে রয়েছে তাদের নয় উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী-সিলেট
রাজশাহী প্রথম ইনিংস: ৩৯৫/১০ (ফরহাদ হোসেন ১৪৪, হামিদুল ইসলাম ১০৫, সানজামুল ইসলাম ৩৮, জুনায়েদ সিদ্দিকী ২৯,  খালেদ আহমেদ ২/৫২, ইমরান আলী ২/১০১, নাসুম আহমেদ ৩/৫৫)।
সিলেট দ্বিতীয় ইনিংস: ১১/০ (ইমতিয়াজ হোসেন ৬*, শাহনাজ আহমেদ ৫*)।
বরিশাল ও চট্টগ্রাম
বরিশাল প্রথম ইনিংস: ৪৮৯/১০ (শাহরিয়ার নাফীস ১৬৮, শাহীন হোসেন ২৫, ফজলে মাহমুদ ১৩৩, আল-আমিন ৬০, ডলার মাহমুদ ২/১১৪, বেলাল হোসেন ৩/১৩২, নাবিল সামাদ ৪/১০১)।
চট্টগ্রাম প্রথম ইনিংস: ১৩৪/১ (আবদুল্লাহ আল মামুন ৩৭, নাফীস ইকবাল ৩০*, মুমিনুল হক ৬৪*, গোলাম কবির ১/২১)।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top