সেবা ডেস্ক: বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ নির্মাণ ও উৎক্ষেপণের জন্য ফ্রান্সের কোম্পানি তালেস স্পেসের সঙ্গে চুক্তি হচ্ছে ৷ আগামী ১১ নভেম্বর বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও তালেসের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হবে ৷
উপগ্রহের পুরো কাঠামো, উৎক্ষেপণ ব্যবস্থা, ভূমি ও মহাকাশের নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভূস্থিত দুটি স্টেশন, পরিচালনা, ঋণের ব্যবস্থা করবে তালেস৷
সব মিলে তালেস স্পেস ২৪ কোটি ৮০ লাখ ডলার পাবে। গত মার্চে এ দরপত্র ডাকা হয়। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হলেও কারিগরি দিক দিয়ে এগিয়ে থাকায় তালেসকে কাজ দেয়া হয় ৷ সর্বনিম্ন দরদাতা ছিল কানাডার এমডেএ ( ২২ কোটি ২০ লাখ ডলার)।
আগামী ২০১৭ সালের ১৬ ডিসেম্বর স্যাটেলাইট উৎক্ষেপণের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৫ জানুয়ারি স্যাটলাইটের জন্য অরবিটাল স্লট ইজারার চুক্তি করে বিটিআরসি। ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশের এই অরবিটাল স্লটের জন্য আন্তর্জাতিক সংস্থা ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনাল
অর্গানাইজেশন অব স্পেস কমিউনিকেশনসকে ২ কোটি ৮০ লাখ ডলার দিতে হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত বছরের ১৬ সেপ্টেম্বর দুই হাজার ৯৬৮ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন করে, যার মধ্যে এক হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা সরকারের তহবিল থেকে
যোগানো হবে। বাকি এক হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা ঠিকাদার কোম্পানিকে (বিডার্স ফাইন্যান্সিং’) সরবরাহ করতে হবে। যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল’ ইতোমধ্যে এ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে উপগ্রহের নকশা তৈরির কাজ শুরু করেছে। ভূমি থেকে উপগ্রহটি নিয়ন্ত্রণের জন্য গাজীপুর জেলার জয়দেবপুর এবং রাঙ্গামাটির বেতবুনিয়ায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিজস্ব জমিতে দুটি ‘ভূ স্টেশন’ নির্মাণ করা হবে।
অর্গানাইজেশন অব স্পেস কমিউনিকেশনসকে ২ কোটি ৮০ লাখ ডলার দিতে হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত বছরের ১৬ সেপ্টেম্বর দুই হাজার ৯৬৮ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন করে, যার মধ্যে এক হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা সরকারের তহবিল থেকে
যোগানো হবে। বাকি এক হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা ঠিকাদার কোম্পানিকে (বিডার্স ফাইন্যান্সিং’) সরবরাহ করতে হবে। যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল’ ইতোমধ্যে এ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে উপগ্রহের নকশা তৈরির কাজ শুরু করেছে। ভূমি থেকে উপগ্রহটি নিয়ন্ত্রণের জন্য গাজীপুর জেলার জয়দেবপুর এবং রাঙ্গামাটির বেতবুনিয়ায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিজস্ব জমিতে দুটি ‘ভূ স্টেশন’ নির্মাণ করা হবে।
বিটিআরটিসি বলছে, বর্তমানে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতি বছর স্যাটেলাইট ভাড়া বাবদ বিপুল পরিমাণ মুদ্রা বিদেশে পাঠাচ্ছে । নিজস্ব স্যাটেলাইট থাকলে এই টাকা দেশেই থেকে যাবে। আবার স্যাটেলাইটের অতিরিক্ত ফ্রিকোয়েন্সি ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব হবে। নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কাসহ আরও কয়েকটি দেশে স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ভাড়া দেয়া যাবে।
