
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলে স্পেনের দূতাবাসে সন্ত্রাসী হামলা হয়েছে। খবর এএফপি।
কাবুল পুলিশ দূতাবাসে হামলার খবর নিশ্চিত করেছে। এবং তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দূতাবাসে হামলার কথা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কাবুলের দূতাবাসে হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে আরও তথ্য জানার চেষ্টা করছি।’
স্পেনের সংবাদ সংস্থা ইউরোপা প্রেসের খবরে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট মারিয়ানো রাজয়কে কাবুলে দূতাবাসে হামলার বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ্য, সামরিক জোট ন্যাটোর অধীনে স্পেনের নয়জন সেনা আফগানিস্তানে রয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।