
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলেও থেমে থেমে জঙ্গি সংগঠনগুলো সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে। এ নিয়ে উত্কণ্ঠা তো রয়েছেই। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে গণপিটুনির ঘটনা। গণপিটুনি চরম বর্বরতার প্রকাশ। আইন কখনোই নিজের হাতে তুলে নেয়া উচিত নয়। হয়তো বিচার হবে না— এমন ধারণা থেকেই মানুষের এই বর্বর আচরণ। কথাগুলো বলছেন চাকরি জীবনে বহু ঘটনা তদন্তের সঙ্গে জড়িত পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা। গতকাল রাতে আলাপের সময় তিনি আরো বলেন, বর্তমান সময়ে বিভিন্ন কারণে পুলিশের ওপর চাপ অনেক বেশি। সম্ভবত এই সুযোগে কিছুটা তত্পর হয়ে উঠেছে ডাকাত-সন্ত্রাসীরা। তবে আমরা এসব বিষয়ে মনোযোগ দিতে শুরু করেছি।
গত দুই দিনে দেশের বিভিন্নস্থানে গণপিটুনিতে নিহত হয়েছেন ১১ জন। আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরো ৯ জন। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়েই তিনি এসব কথা বলেন। চলতি বছরের ২৬ জানুয়ারি নরসিংদীতে গণপিটুনিতে ৭ জন নিহত হয়। এর আগে নোয়াখালী, ঢাকার সাভার, আশুলিয়া, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় গণপিটুনিতে অন্তত ২৫ জন নিহত হন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গণপিটুনির ঘটনা হঠাত্ করেই ঘটে। এটা বলতে গেলে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেয়া ঠিক নয়। তিনি আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
একই অনুরোধ জানিয়েছেন মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক। বিচারহীনতার জন্যই গণপিটুনির ঘটনা ঘটছে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, বিচারহীনতার অভিযোগ সঠিক নয়। এ ধরনের ঘটনা আগে ঘটেছে। তিনি এ ঘটনাকে আকস্মিক বলে মনে করেন। তিনি বলেন, কোন অবস্থায় শংকিত হওয়ার কারণ নেই। যে মানুষগুলো গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন, তাদেরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করলে এমন পাশবিক ঘটনাগুলো ঘটতো না। যে কাজটি তারা করেছেন তা সম্পূর্ণ বেআইনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলার পুরিন্দাবাজারে একটি চালের গোডাউন থেকে ট্রাক ভর্তি করে চাল ডাকাতির সময় গণপিটুনিতে মারা যায় ৮ জন। আহত অবস্থায় পুলিশ চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান জানান, এলাকাটি ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন এবং একটি বাণিজ্যিক এলাকা বিধায় এখানে প্রায় সময়ই ডাকাতির ঘটনা ঘটে থাকে। তাই জনসাধারণ ডাকাতদের প্রতি ক্ষিপ্ত ছিলেন। পুলিশ ডাকাতি রোধ করার জন্য যথেষ্ট চেষ্টা করছে।
দিনাজপুরের সদর উপজেলার রামডুবির তৃপ্তি ফিলিং স্টেশনে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় একদল সশস্ত্র ডাকাত হামলা চালায়। এসময় গণপিটুনিতে ১ জন নিহত ও ২ জন আহত হয়। ডাকাতের নিক্ষিপ্ত ককটেলে ৩ এলাকাবাসী আহত হন। এছাড়াও চট্টগ্রাম, জয়পুরহাট ও ফেনীতে বিভিন্ন অভিযোগে ৬ জন গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।