ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২১২ রানে হারাল অস্ট্রেলিয়া

Unknown
সেবা ডেস্ক: তিন দিনেই ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শনিবার হোবার্টে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়দের ইনিংস ও ২১২ রানের বিশাল ব্যবধানে হারায় অসিরা। স্কোয়াডে ফিরেই স্বাগতিক পেসার জেমস প্যাটিনসন তুলে নেন ৫ উইকেট। যা দলের বড় ব্যবধানে জয়কে ত্বরান্বিত করেছে।

ব্যাক ও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে মুক্তি পাবার পর গত বছর মার্চে অসি টেস্ট দলের হয়ে প্রথম টেস্টে অংশ নিয়েছিলেন প্যাটিনসন। এরপর দীর্ঘ বিরতির পর বদলী হিসেবে ক্যারিবীয়দের বিপক্ষে ডাক পেয়ে বাজিমাত করেন তিনি। প্রথমে ব্যাটিং নিয়ে ৪ উইকেটে ৫৮৩ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষনার পর ক্যারিবীয়দের নিয়ে ছেলেখেলায় মেতে ওঠেন স্টিভ স্মিথের দল। ক্যারিবীয় ১ম ইনিংসটি তারা গুড়িয়ে দেয় ২২৩ রানে।

৩৬০ রানের ব্যাবধানে পিছিয়ে পড়ে ফলো অনে পড়া দলটিকে দ্বিতীয় ইনিংসে ১৪৮ রানে ফের অল আউট করে দিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিক দল। এর ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজের পরের দুটি টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে মেলবোর্ন ও সিডনিতে।

ইনজুরির মধ্যে থাকা নিয়মিত পেসার মিচেল স্টার্কের পরিবর্তীত হিসেবে একাদশে ঠাই পাওয়া প্যাটিনসন প্রথম ইনিংসে ৬৮ রানের বিপরীতে উইকেট শুন্য থাকলেও ঘুরে দাঁড়ান দ্বিতীয় ইনিংসে। ৫ উইকেট নিয়ে তিনি ফিরিয়ে দেন একাদশে জায়গা পাবার প্রতিদান।

এই হারের ফলে ক্যারিবীয়রা তাদের সর্বশেষ ২১ ম্যাচ থেকে মাত্র চার ম্যাচে জয়ের অতীত পরিসংখ্যানেই ঘুরপাক খাচ্ছে। এর আগে হোবার্টে অনুশীলন ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছেও ১০ উইকেটে হার মেনেছিল ক্যারিবীয়রা। বাজে পারফর্মেন্সের ধারাবাহিকতায় থাকা এই দলটি ওডিআই র্যাং কিংয়ে এশিয়ার উদীয়মান ক্রিকেট শক্তি বাংলাদেশের নীচে নেমে যাবার পর এখন টেস্ট র্যাংাকিংয়ে ধুকতে শুরু করেছে। যদিও এখনো তারা টেস্ট র্যাং কিংয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ের উপরে অবস্থান করছে।

অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিবীয়দের টেস্ট পারফমের্ন্সের পরিসখ্যান আরো দূর্বল। সেখানে তারা সর্বশেষ টেস্ট জিতেছিল ১৯৯৭ সালে। দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ দলের হয়ে ব্যাট হাতে কিছুটা পারফর্মেন্স প্রদর্শন করেছেন ওপেনার ক্রেইগ ব্র্যাথহোয়াইট। ইনিংসে দলের সংগৃহীত মোট ১৪৮ রানের মধ্যে তিনি একাই সংগ্রহ করেছেন ৯৪।

দ্বিতীয় ইনিংসে রাজেন্দ্র চন্দ্রিকাকে শুণ্য রানে ফিরিয়ে দিয়ে বোলিং তান্ডব শুরু করেন প্যাটিনসন। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ড্যারেন ব্রাভোকে মাত্র চার রানে বোল্ড আউট করে সাজঘরে পাঠিয়ে দেন তিনি। এরপর উইকেটে এসে তিন রান সংগ্রহের পর মারলন স্যামুয়েলস ব্যাটের কানায় বল লাগিয়ে তুলে দিলে সেটি আশ্রয় নেয় ডেভিড ওয়ার্নরের হাতে। পরের বলে জার্মেইন ব্ল্যাকউডকে বোল্ড আউট করে শুন্য হাতে ফিরিয়ে দেন প্যাটিনসন। পঞ্চম উইকেট হিসেবে প্যাটিনসনের শিকারে পরিণত হন অধিনায়ক জেসন হোল্ডার। ব্যক্তিগত ১৭ রানে লেগসাইডে নেভিলের হাতে ধরা পড়েন তিনি।

ইনিংসে ক্যারিবীয় দলের শীর্ষ রান সংগ্রহকারী ব্র্যাথহোয়াইট সহ মোট তিন উইকেট সংগ্রহ করেছেন স্বাগতিক দলের আরেক সিমার জস হ্যাজেলউড। তার শিকারে পরিণত হওয়া বাকী দুই ব্যাটসম্যান হলেন কেমার রোচ (৩) ও জেরোমে টেইলর (১২)। এসময় রোচ ও টেইলরকে পরপর দুই বলে ফিরিয়ে দিয়ে হ্যাট্রিক করার সুযোগও সৃষ্টি করেছিলেন স্বাগতিক বোলার হ্যাজেলউড। কিন্তু তৃতীয় বলে জো বার্নসকে ফিরিয়ে দিতে ব্যর্থ হন তিনি।

দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের হয়ে মোট ৯জন ব্যাটসম্যান ব্যাটিং করেছে। বাঁ পায়ের গোড়ালিতে সামান্য চোট লাগায় ব্যাট করতে পারেননি ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল।

প্রথম টেস্টের তিন দিন মিলে মাঠে সর্ব মোর্ট দর্শক উপস্থিতি ঘটেছে মাত্র ১৫ হাজার ৩৪২ জন। যা হোবার্ট টেস্টের ভেন্যুটিকেও চাপের মধ্যে ফেলে দিয়েছে। বাসস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top