
চার দিন অতিবাহিত হলেও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাইফুজ্জামান সোহাগের সন্ধান মেলেনি। গত বুধবার দিনগত গভীর রাতে অজ্ঞাত পরিচয় কতিপয় ব্যক্তি র্যাব পরিচয় দিয়ে সোহাগকে নগরীর তেরখাদিয়া পশ্চিমপাড়ার নিজ বাসা থেকে তুলে নিয়ে যায়।
এদিকে ছেলের সন্ধান চেয়ে গতকাল রবিবার সন্ধ্যায় অপহৃত সোহাগের বাবা, বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা আক্কাসউজ্জামান মহানগরীর রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে ইত্তেফাককে জানান, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তারা অপহূত শিক্ষার্থী সোহাগকে উদ্ধারের কার্যক্রম শুরু করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোহাগকে তার বাসা থেকে র্যাবের পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিরা তার (সোহাগ) এক সহপাঠীর (‘এন’ আদ্যক্ষর, রুয়েটেরই ছাত্রী) নাম ধরে তার সঙ্গে বিয়ের জন্য তুলে নিয়ে যাওয়া হচ্ছে জানায়। ঐ সময় সোহাগ বাবা-মায়ের কাছে জানিয়ে যায়, ওই ছাত্রী এই কাজ করতে পারে না। সূত্র মতে, ঐ ছাত্রীর বাড়ি খুলনায়। ঘটনার পর থেকেই ঐ ছাত্রীর দুইটি মোবাইল ফোন বন্ধ রয়েছে। গ্রামের বাড়ির কথা বলে গত শুক্রবার ভোরে রুয়েটের আবাসিক হল ত্যাগ করেছেন ঐ ছাত্রী।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।