বকশীগঞ্জে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল

Seba Hot News : সেবা হট নিউজ
0

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Protest march in Bakshiganj to mark Paltan Tragedy Day
বকশীগঞ্জে জামায়াতে ইসলামী’র উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত




মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি “ফ্যাসিবাদ নিপাত যাক”, “শহীদদের রক্ত বৃথা যেতে দেব না”— এসব স্লোগানে মুখরিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ পৌর জামায়াতে ইসলামী’র আমির মাওলানা আব্দুল মতিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা আদেল ইবন আওয়াল (আরমান)।

এ সময় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলহাজ রাসেল মাহমুদ, বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সাঈদ, ধানুয়া কামালপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সুলতান মাহমুদ, এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও দেখুন:

সমাবেশে বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের নৃশংস হত্যাযজ্ঞ ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। লগি-বৈঠা, লাঠি, পিস্তল ও বোমা দিয়ে নিরস্ত্র মানুষকে যেভাবে হত্যা করা হয়েছিল, তা মানবতার ইতিহাসে জঘন্যতম ঘটনা। আজও সেই ভয়াল দিনের স্মৃতি মনে পড়লে শিউরে ওঠে বিবেকবান মানুষ। জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে প্রতিবাদের ঝড় উঠেছিল, কিন্তু এখনো সেই নৃশংস ঘটনার বিচার হয়নি।”

প্রধান অতিথি মাওলানা আদেল ইবন আওয়ান (আরমান) বলেন, “গত আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের মৌলিক অধিকার হরণ করেছিল। তাদের দমননীতির কারণে আজ অনেক নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু জনগণ এখন জেগে উঠেছে— পরিবর্তনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

বক্তারা আরও বলেন, “পল্টনের শহীদদের রক্ত বৃথা যাবে না। শহীদদের আত্মত্যাগই হবে অন্যাইয়ের বিরুদ্ধে সংগ্রামের অনুপ্রেরণা। ইসলামী আদর্শ এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই হবে আমাদের বিজয়ের পথ।”

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন
বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে খাবার বিতরণ
বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে খাবার বিতরণ
বকশীগঞ্জে সুমাইয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে সুমাইয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ
বকশীগঞ্জে গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ
বকশীগঞ্জে নিখোঁজের পরদিন ধান ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে নিখোঁজের পরদিন ধান ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের কবর জিয়ারত
বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের কবর জিয়ারত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top