ফরিদ আহম্মেদ রুবেল
বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীবরদী শাখা ব্যবস'াপক মুশফিকুর রহমানের খুঁটির জোর কোথায়? এমন প্রশ্নই উঠেছে শেরপুরের শ্রীবরদীতে। ব্যবস'াপক মুশফিকুর রহমান অত্র শাখায় যোগদানের পর থেকেই দুর্নীতি, ঘুষ ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে কৃষি ব্যাংক শ্রীবরদী শাখাকে দুর্নীতির আখড়ায় পরিনত করেছে। তার এহেন দুর্নীতির ছবিসহ স্বচিত্র সংবাদ জাতীয় দৈনিক, স'ানীয় দৈনিক, সাপ্তাহিক ও বহুল প্রচারিত অন লাইন পত্রিকায় বিভিন্ন শিরোনামে একাধিক বার প্রকাশিত হলেও অদৃশ্য কারণে উধ্বর্তন কর্তৃপক্ষ তার এমন দুর্নীতির বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায় শ্রীবরদী সচেতন মহলের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এমন দুর্নীতিবাজ ব্যবস'াপকের বিরুদ্ধে স্বচিত্র সংবাদ প্রকাশিত হলেও তিনি অদৃশ্য শক্তির ছত্রছায়ায় দুর্নীতিতে বহাল রয়েছে। তবে কি উর্ধ্বতন কর্তৃপক্ষ এমন দুর্নীতিবাজ, ঘুষখোর ব্যবস'াপকের দুর্নীতিকে সমর্থন করেন? এমন প্রশ্নই শ্রীবরদী এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের মনে। অবিলম্বে এমন দুর্নীতিবাজ, ঘুষখোর ব্যবস'াপক মুশফিকুর রহমানের বিরুদ্ধে যথাযথ ব্যবস'া নিবেন এমন প্রত্যাশায় শ্রীবরদী বাসী।
বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীবরদী শাখা ব্যবস'াপক মুশফিকুর রহমানের খুঁটির জোর কোথায়? এমন প্রশ্নই উঠেছে শেরপুরের শ্রীবরদীতে। ব্যবস'াপক মুশফিকুর রহমান অত্র শাখায় যোগদানের পর থেকেই দুর্নীতি, ঘুষ ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে কৃষি ব্যাংক শ্রীবরদী শাখাকে দুর্নীতির আখড়ায় পরিনত করেছে। তার এহেন দুর্নীতির ছবিসহ স্বচিত্র সংবাদ জাতীয় দৈনিক, স'ানীয় দৈনিক, সাপ্তাহিক ও বহুল প্রচারিত অন লাইন পত্রিকায় বিভিন্ন শিরোনামে একাধিক বার প্রকাশিত হলেও অদৃশ্য কারণে উধ্বর্তন কর্তৃপক্ষ তার এমন দুর্নীতির বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায় শ্রীবরদী সচেতন মহলের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এমন দুর্নীতিবাজ ব্যবস'াপকের বিরুদ্ধে স্বচিত্র সংবাদ প্রকাশিত হলেও তিনি অদৃশ্য শক্তির ছত্রছায়ায় দুর্নীতিতে বহাল রয়েছে। তবে কি উর্ধ্বতন কর্তৃপক্ষ এমন দুর্নীতিবাজ, ঘুষখোর ব্যবস'াপকের দুর্নীতিকে সমর্থন করেন? এমন প্রশ্নই শ্রীবরদী এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের মনে। অবিলম্বে এমন দুর্নীতিবাজ, ঘুষখোর ব্যবস'াপক মুশফিকুর রহমানের বিরুদ্ধে যথাযথ ব্যবস'া নিবেন এমন প্রত্যাশায় শ্রীবরদী বাসী।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।