
কলকাতায় পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ বিজয় উৎসব’ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। কলকাতার নেতাজী ইন-ডোর স্টেডিয়ামে এ উৎসব হবে। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এর আয়োজন করে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে যোগ দিতে শিল্পমন্ত্রী আজ সোমবার সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের ‘পুরমন্ত্রী’ ফিরহাদ হাকিম এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ উপস্থিত থাকবেন।
উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানী, টাঙ্গাইল তাঁত, রাজশাহী সিল্কসহ বিভিন্ন ধরনের শাড়ী, পাট ও পাটজাত দ্রব্য এবং কারু/হস্তশিল্পসহ অন্যান্য ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন করা হবে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীও থাকবে।
এছাড়া ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার যেমন-খিচুড়ি, বিরিয়ানী, গ্রাম-বাংলার পিঠা-পুলি, সন্দেশ ইত্যাদি হবে উৎসবের বিশেষ আকর্ষণ। ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি এ উৎসবের মাধ্যমে আরো উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে। শিল্পমন্ত্রীর মঙ্গলবারই দেশে ফেরার কথা রয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।